Wellcome to National Portal
উপজেলা সমাজসেবা কার্যালয় (শাহজাদপুর) ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম..
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

উপজেলা সমাজসেবা কার্যালয় শাহজাদপুর, সিরাজগঞ্জ

 

অত্র উপজেলার পিছিয়েপড়া এবং অনগ্রসর জনগোষ্ঠীর মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কল্যাণ, উন্নয়ন ও ক্ষমতায়নের সাথে সংশ্লিষ্ট একটি অন্যতম গুরুত্বপূর্ণ দপ্তর হল উপজেলা সমাজসেবা কার্যালয় শাহজাদপুর। একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে উপজেলা সমাজসেবা কার্যালয় শাহজাদপুর বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। উপজেলা সমাজসেবা কার্যালয় শাহজাদপুর একইসাথে উপজেলাব্যাপী গ্রামীণ এবং শহুরে উভয় এলাকায় সমাজের পিছিয়েপড়া, অনগ্রসর অংশ, বেকার, ভূমিহীন, অনাথ, দুঃস্থ, ভবঘুরে, নিরাশ্রয়, সামাজিক, বুদ্ধিমত্তা এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, দরিদ্র, অসহায় রোগী, ঝুঁকিপূর্ণ শিশুদের কল্যাণ ও উন্নয়নে বহুমাত্রিক এবং নিবিড় কার্যক্রমও বাস্তবায়ন করছে।

 

০২. বাংলাদেশের সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী, উপজেলা সমাজসেবা কার্যালয় শাহজাদপুর অন্যান্য সরকারী দপ্তর ও সংস্থাসমূহের সাথে সমন্বয় করে এ সকল কার্যক্রম বাস্তবায়ন করছে। কার্যক্রমসমূহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), ভিশন ২০২১ ও সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বর্ণিত লক্ষমাত্রাসমূহ অর্জণের লক্ষ্যে গ্রহণ করা হয়েছে।

 

০৩. অত্র উপজেলায় এ দপ্তরের মাধ্যমে ১৫৬৪১ জন বয়স্ক ভাতা, ৫৭০১ জন বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, ৫৩২৯ জন অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, ৫ জন হিজরা বিশেষ ভাতা, ৫০ জন অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা এবং বিভিন্ন স্তরে মোট ২৩০ জন অসচ্ছল প্রতিবন্ধী ও অনগ্রসর সমাজের শিক্ষার্থী শিক্ষা উপবৃত্তি পেয়ে থাকে। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ব্যবস্থাপনা, সেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধন, নিয়ন্ত্রন ও আর্থিক সহায়তা প্রদান সহ বেসরকারী এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ট প্রদান করা হয়ে থাকে। বর্তমানে অত্র কার্যালয় ২৭ ধরনের কর্মসূচী বাস্তবায়ন করছে এবং আরো ০৮ টি কর্মসূচী চালুর জন্য প্রস্তাব প্রেরণ করেছে।