ক্রমিক নং |
কাযক্রম |
সেবা |
সেবা গ্রহীতা |
সেবা প্রাপ্তির বিবরন |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
|
আথ সামাজিক উন্নয়ন সেবা(সুদমুক্ত ঋণ) |
|||
১. |
পল্রী সমাজসেবা কাযক্রম |
* পল্লী অঞ্চলের দরিদ্র জনগণকে মংগঠিত করে উন্নয়নের মৃল স্রোতধারায় আনায়ন * সচেতনা বৃদ্ধিিউদ্বুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষে প্রশিক্ষন প্রদান * ৫ হাজার থেকে ৩০,০০০ হাজার টাকা পযন্ত ক্ষুদৃ ঋণ প্রদান * লক্ষভুক্ত ব্রক্তিদের নিজ্স্ব পুঁজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধি |
নিবাচিত গ্রামের স্থায়ী বাসিন্দা যিনি * আথ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরের তাালকাবুক্ত পল্লী সমাজসেবা কাযক্রমের কমদলের সদস্য/সদস্যা ঃ * সুদমুক্ত ক্ষুদ্রঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য “ ক” ও “খ” শ্রেণীভুক্ত দরিদ্রতম ব্যক্তি অথাৎ যার মাথাপিছু বাষিক পারিবারীক আয় সবোচ্চ ৫০,০০০-৬০,০০০ হাজার টাকা পযন্ত * সুদমুক্ত ঋণ ব্যতিত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য“ গ” শ্রেণীভুক্ত ব্যক্তি অথাৎ যার মাথাপিছু বাষিক পারিবারীক আয় সবোচ্চ ৫০,০০০ হাজার টাকার উদ্ধে ।
|
নিধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরন করে আবেদনের পরঃ * ১ম বার ঋণ (বিনিয়োগ) গ্রহনের জন্য আবেদনের পর ১ মাসের মধ্যে * ২য়/৩য় পযায়ের ঋণ(পুনঃবিনিয়োগ) গ্রহনের জন্য আবেদনের পর ২০ দিনের মধ্যে ।
|
২ |
পল্লী মাতৃকেন্দ্র কাযক্রম |
*পল্লী অঞ্চলের দরিদ্র নারীদের সংগঠিত করে উন্নয়নের মুল স্রোতধারায় আনায়ন * পরিকল্পিত পরিবার তৈরীতে সহায়তা *জাতীয় জনসংখ্যা কাযক্রম বাস্তবায়ন * সচেতনা বৃদ্ধিিউদ্বুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়ন * ৫ হাজার থেকে ৩০,০০০ হাজার টাকা পযন্ত ক্ষুদৃ ঋণ প্রদান * লক্ষভুক্ত ব্রক্তিদের নিজ্স্ব পুঁজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে পুজিঁ গঠন
|
নিবাচিত গ্রামের স্থায়ী বাসিন্দা যিনি * আথ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরের তাালকাবুক্ত পল্লী সমাজসেবা কাযক্রমের কমদলের সদস্য/সদস্যা ঃ * সুদমুক্ত ক্ষুদ্রঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য “ ক” ও “খ” শ্রেণীভুক্ত দরিদ্রতম নারী অথাৎ যার মাথাপিছু বাষিক পারিবারীক আয় সবোচ্চ ৫০,০০০-৬০,০০০ হাজার টাকা পযন্ত * সুদমুক্ত ঋণ ব্যতিত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য“ গ” শ্রেণীভুক্ত নারী অথাৎ যার মাথাপিছু বাষিক পারিবারীক আয় সবোচ্চ ৫০,০০০ হাজার টাকার উদ্ধে ।
|
নিধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরন করে আবেদনের পরঃ * ১ম বার ঋণ (বিনিয়োগ) গ্রহনের জন্য আবেদনের পর ১ মাসের মধ্যে * ২য়/৩য় পযায়ের ঋণ(পুনঃবিনিয়োগ) গ্রহনের জন্য আবেদনের পর ২০ দিনের মধ্যে ।
|
৩ |
এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের পূনবাসন কাযক্রম |
* ৫ হাজার থেকে ২০,০০০ হাজার টাকা পযন্ত ক্ষুদৃ ঋণ প্রদান
|
*এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি যাদের বাৎসরিক আয় ৬০,০০০/-টাহার উদ্ধে নয় |
* ১ম বার ঋণ (বিনিয়োগ) গ্রহনের জন্য আবেদনের পর ১ মাসের মধ্যে * ২য়/৩য় পযায়ের ঋণ(পুনঃবিনিয়োগ) গ্রহনের জন্য আবেদনের পর ২০ দিনের মধ্যে ।
|
|
সামাজিক নিরাপত্তা সেবা |
|||
৪ |
বয়স্ক ভাতা কাযক্রম |
সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়স্ক বাতা প্রদান । নির্বাচিত ব্যক্তি;দের জনপ্রতি মাসিক ৩০০/-হারে প্রদান করা হচ্ছে । |
*দেশের সকল সিটি কর্পোরেশন,পৌরসভা ও উপজেলার ৬৫ বছর বা তদুর্ধে বয়সী হতদরিদ্র মহিলা বা পুরুষ,যার বার্ষিক গড় আয় ৩,০০০/- টাকা *শারীরিক ভাবে অক্ষম ও কর্মক্ষমহীন প্রবীণ পুরুষ ও মহিলাকে সবোচ্চ অগ্রাধিকার দেয়া হয় *তালাক প্রাপ্ত স্বামী পরিত্যক্ত,বিপত্নীক, নিঃসন্তান, পরিবার থেকে বিছিন্ন প্রবীণ পুরুষ ও নারীদের অগ্রাধিকার দেয়া হয় *নীতিমালা অনুযায়ী ওয়াড কমিটির দাখিলকৃত তালিকা উপজেলা কমিটির সিদ্ধান্তের পর চুড়ান্ত করা হয় । |
বরাদ্দ প্রাপ্তি স্বাপেক্ষে সবোচ্চ ৩ মাস পর পর নির্বাচিত ভাতাভোগীর মাঝে টাকা ব্রাংকের মাধ্যমে প্রদান করা হয় । ভাতাভোগীর নামে নিজস্ব হিসাব হতে টাকা উত্তেলন করিতে পারেন । *ভাতাভোগীর নমিনী -ভাতাভোগীর মৃত্যুর পুর্বে প্রাপ্ত বকেয়া টাকা এবং মৃত্যুর পর তিন মাস পর্যন্ত ভাতার টাকা উত্তোলন করা যাবে । |
অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কাযক্রম |
সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান । নির্বাচিত ব্যক্তি;দের জনপ্রতি মাসিক ৩০০/-হারে প্রদান করা হচ্ছে । |
* ৬ বছরের উদ্ধে সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্খভাতা বকংবা সরকার কর্তৃক অন্য কোন ভাতা পান না,যিনি চাকুরীজীবি কিংবা পেনসনভোগী নন । * প্রতিবন্ধী ব্যক্তি যাদের বার্ষিক গড় আয় ২৪,০০০টাকা কম । |
বরাদ্দ প্রাপ্তি স্বাপেক্ষে সবোচ্চ ৩ মাস পর পর নির্বাচিত ভাতাভোগীর মাঝে টাকা ব্রাংকের মাধ্যমে প্রদান করা হয় । ভাতাভোগীর নামে নিজস্ব হিসাব হতে টাকা উত্তেলন করিতে পারেন । *ভাতাভোগীর নমিনী -ভাতাভোগীর মৃত্যুর পুর্বে প্রাপ্ত বকেয়া টাকা এবং মৃত্যুর পর তিন মাস পর্যন্ত ভাতার টাকা উত্তোলন করা যাবে |
|
৬ |
প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি |
প্রতিবন্ধী শিক্ষার্থীদের ৪টি স্তরে বিভক্ত করে ন্মিরুপ হারে শিক্ষা উপবৃত্তিপ্রদান: * প্রাথমিক স্তর(১ম-৫ম শ্রেণী)জনপ্রতি মাসিক ৩০০ টাকা * মাধ্যমিক স্তর(৬ষ্ঠ-১০ম শ্রেণী)জনপ্রতি মাসিক ৪৫০ টাকা * উচ্চমাধ্যমিক স্ত(একাদশ -দ্বাদশ শ্রেণী) জনপ্রতি মাসিক৬০০ টাকা * উচ্চতর স্তর(স্মাতক ওস্মাতকোত্তর) জনপ্রতি মাসিক ১০০০ টাকা |
সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্টান এ অধ্যায়রন রত৫ বছর বয়সের উর্দ্ধে প্রতিবন্ধী ছাত্র/ছাত্রী,যাদের বার্ষিক মাথাপিচু পারিবারিক আয় ৩৬,০০০ টাকা নিচে । |
* বরাদ্দ প্রাপ্তি স্বপেক্ষে সবোর্চ্চ ৩ মাসের মধ্যে নুতন উপবৃত্তি গ্রহনকারী নির্বাচনসহ উপবৃত্তি বিতরণ এবং নিয়মিতভাবে শিক্ষাকালীন সময়ে “ |
৭ |
মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা |
সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান । নির্বাচিত ব্যক্তিদের জনপ্রতি মাসিক ২০০০/-হারে প্রদান । |
মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী যার বার্ষিক আয়১২,০০০ টাকার উর্দ্ধে নয় : * মুক্তিযোদ্ধা বলতে জাতীয় ভাবে প্রকাশিত ৪টি তালিকার কমপক্ষে ২টি তালিকায় অন্ভুক্ত,সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ রাইফেলস হতে প্রাপ্ত মুক্তিযোদ্ধাতালিকায় যাদের নাম অন্তভুক্ত আছে বা মুক্তিযুক্ত বিষয়ক মন্ত্রণালয়ের কতৃক প্রকাশিত গেজেট বা মুক্তিযুক্ত বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃক মুক্তিযোদ্ধা সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা । * এক্ষেত্রে কমক্ষম নন বা আংশিক কমক্ষম/ভুমিহীন/কমহীন/সহায় সম্বলহীন মুক্তিযোদ্ধাগণ অগ্রাধিকার পাবেন । |
বরাদ্দ প্রাপ্তি স্বাপেক্ষে সবোচ্চ ৬ মাসের মধ্যে নুতন ভাতাভোগী নির্বাচিনসহ টাকা ব্রাংকের মাধ্যমে প্রদান করা হয় । ভাতাভোগীর নামে নিজস্ব হিসাব হতে টাকা উত্তেলন করিতে পারেন । * মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রতিমাসে প্রদান করা হয় । তবে কেউ ইচ্ছা করলে একাধিক মাসের বকেয়া ভাতা একত্রে উত্ত্লেন করতে পারেন । |
৮ |
বিধবা ও স্বামী পরিত্যক্ত দুঃস্থ মহিলাদের ভাতা কাযক্রম |
সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বিধবা ও স্বামী পরিত্যক্ত দুঃস্থ মহিলাদের ভাতা প্রদান । নির্বাচিত ব্যক্তি;দের জনপ্রতি মাসিক ৩০০/-হারে প্রদান । |
তালাক প্রাপ্ত স্বামী পরিত্যক্ত,বিপত্নীক, নিঃসন্তান, পরিবার থেকে বিছিন্ন নারীদের ভাতা প্রদান
*নীতিমালা অনুযায়ী ওয়াড কমিটির দাখিলকৃত তালিকা উপজেলা কমিটির সিদ্ধান্তের পর চুড়ান্ত করা হয় ।
|
বরাদ্দ প্রাপ্তি স্বাপেক্ষে সবোচ্চ ৩ মাস পর পর নির্বাচিত ভাতাভোগীর মাঝে টাকা ব্রাংকের মাধ্যমে প্রদান করা হয় । ভাতাভোগীর নামে নিজস্ব হিসাব হতে টাকা উত্তেলন করিতে পারেন । *ভাতাভোগীর নমিনী -ভাতাভোগীর মৃত্যুর পুর্বে প্রাপ্ত বকেয়া টাকা এবং মৃত্যুর পর তিন মাস পর্যন্ত ভাতার টাকা উত্তোলন করা যাবে |
|
স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমুহকে নিবন্ধন ও সহায়তা |
|||
৯ |
বেসরকারী এতিমখানার ক্যাপিটেশন গ্র্যান্ট |
১৮ বছর বয়স পয়র্ন্ত এতিম শিশুদের প্রতপালন স্নেহ ভালবাসা ও আদর যত্নের সাথে লালনপালন,আনুষ্টানিক শিক্ষা ও বৃত্তিমুলক প্রশিক্ষন, শিশুর পরিপূন বিকাশে সহায়তা *শারীরিক,বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকশতা সাধন * পূনবাসনও স্বনিভরতাঅর্জনের লক্ষ্যে তাদের কমসংস্থানের ব্যবস্থা করা । |
বেসরকারী এতিম খানার ৫-৯ বছর বয়সী এতিম অথাৎ পিতৃহীন বা পিতৃমাতৃহীন দরিদ্র শিশুর শতকরা ৫০ ভাগ শিশু । |
বেসরকারী এতিমখানা কর্তৃক ক্যাপিটেশন গ্র্যান্ট এর আবেদনের ৭ মাস পর । |
১০
|
স্বেচ্ছা সেবী প্রতিষ্টান সমুহ নিবন্ধন ও তত্ত্বাবধান |
* স্বেচ্ছা সেবী প্রতিষ্ঠান নিবন্ধনের জন্য প্রাথমিক আবেদন পত্র গ্রহন ও স্বেচ্ছা সেবী প্রতিষ্ঠান আইনে আবেদনকৃত প্রতিষ্ঠানকে নিবন্ধনের নিমিত্তে সুপারিশ । * নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমূহকে অনুদানের আবেদন পত্র গ্রহন ও সুপারিশ । |
* স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ মূলক কার্যক্রমে আগ্রহী সংগঠন, প্রতিষ্ঠান , ক্লাব , সংস্থা , সমিতি ইত্যাদি । * নিবন্ধনকৃত স্বেচ্ছা সেবী প্রতিষ্ঠান সমূহ । |
প্রপ্তি আবেদন পত্র সুপারিশ সহ উপ পরিচালক , জেলা সমাজসেবা কর্যালয়ে প্রেরন । * প্রাপ্ত আবেদন পত্র উপজেলা সমাজকল্যাণ পরিষদের সুপারিশ সহ উপ পরিচালক , জেলা সমাজসেবা কর্যালয়ে প্রেরন |