Wellcome to National Portal
উপজেলা সমাজসেবা কার্যালয় (শাহজাদপুর) ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম..
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রনালয়াধীন সমাজসেবা অধিদফতর পরিচালিত উপজেলা সমাজসেবা কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ দারিদ্র বিমোচন কর্মসূচীসহ পল্লী অঞ্চলে বসবাসরত দারিদ্র পীড়িত পশ্চাতপদ অবহেলিত,দুঃস্থ ও অসহায় এবং সুবিধা বঞ্চিত সকল শ্রেণীর লক্ষ্যভুক্ত জনগোষ্টির আথ-সামাজিক উন্নয়ন সহ সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচী ও সংস্থা রেজিষ্ট্রেশন ,মনিটরিং সহ সংস্থার সদস্য স্বনিভর ও আত্মপ্রত্যায়ী করার লক্ষে এবং সরকারী অর্পিত দায়িত্ব পালন করিয়া আসিতেছে :-

 ক) আথ-সামাজিক উন্নয়ন কাযক্রম সমুহ  :-

  (১) পল্লী সমাজসেবা (R S S ) কাযক্রম (সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কাযক্রম) :- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকাররর প্রধানমন্ত্রী এবং পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হিসাবে ১৯৭৩ সালে প্রথম পঞ্চবার্ষিকী (১৯৭৩-১৯৭৭) পরিকল্পনা প্রণয়ন করেন । প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় তিনি বাংলাদেশের আথ-সামাজিক উন্নয়ন তথা গ্রামীণ দরিদ্র জনগষ্ঠীর অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের জন্য Pilot project for extended rural social upliftment প্রবর্তন করেন এরই ধারাবাহিকতায় ১৯৭৪ সালের মার্চ মাসে দেশের তৎকালীন ১৯ টি জেলার ১৯ টি থানায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান Rural Social Services ( RSS) পল্লী সমাজসেবা কার্যক্রম প্রর্বতন করেন । পরবত্তিতে সকল উপজেলায় এই কার্যক্রম বিস্তৃতি লাভ করে  ।

  (২)  আর এস এস ৬ষ্ঠ পর্ব কার্যক্রম ।

  (৩) পল্লী মাতৃকেন্দের মাধ্যমে জনসংখ্যার ব্যবহার কার্যক্রম ।

  (৪) এসিড দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পূনর্বাসন কার্যক্রম ।

  খ) সামাজিক নিরাপত্তা বেস্টনী কার্যক্রম :-

  (১) বয়স্ক ভাতা প্রদান কার্যক্রম ।

  (২) অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রম ।

  (৩) মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রদান কার্যক্রম । 

  (৪) বিধবা ও স্বামী পরিত্যাক্তা দূ:স্থ মহিলা ভাতা প্রদান কার্যক্রম ।

  গ) অন্যান্য কার্যক্রম :-

  (১) নিবন্ধীত বেসরকারী এতিমখানা ক্যাপিটেশন গ্রান্ড প্রদান কার্যক্রম ।

  (২) নিবন্ধীত স্বেচ্ছা সেবী প্রতিষ্ঠান তদারকী ও অনুদান প্রদান কার্যক্রম ।